সিরাজগঞ্জে ঝড়ে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিক জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামে যমুনার শাখা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলো- পূর্ব মোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (২)।

নিহতদের পরিবার জানায়, ছয় জন নৌকা যোগে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। এতে নৌকাসহ সবাই ডুবে যায়। পরে স্থানীয়রা বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় পাঁচ জনকে জীবিত উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই মরা যায় শিশুটি। মা আয়শাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, রাত ৯টার দিকে মোহনপুর গ্রাম শিল্পপার্ক এলাকা থেকে লগি-বৈঠাচালিত একটি ছোট নৌকায় আয়েশা খাতুন ও তার দুই বছরের ছেলেসহ মোট ছয়জন পূর্ব মোহনপুরে ফিরছিল।

মাঝপথে তীব্র বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এসময় আরাফাত মায়ের কোল থেকে নদীতে পড়ে গিয়ে তাৎক্ষণিক মারা যায় এবং আয়েশা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।