সিরিয়ার ইদলিব থেকে লক্ষাধিক লোক পালিয়েছে

সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে ১ লক্ষাধিক লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এই হিসাব গত এক মাসের বলে

জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে প্রায় তিরিশ লাখ মানুষ বসবাস করতো। সিরিয়ার অন্য প্রদেশগুলো থেকে বহু মানুষ পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছিলো।এর ফলে, ইদলিবের জনসংখ্যা বেড়ে গিয়েছিলো। কিন্তু এখন এই ইদলিবের দখল নিয়েই শুরু হয়েছে চরম লড়াই।
গত অক্টোবরে সিরিয়ার সরকারী বাহিনী এবং ইরানের সমর্থনপুষ্ট মিলিশিয়ারা হামা প্রদেশে অভিযান শুরু করে। রাশিয়া আকাশ থেকে বিমান হামলা চালিয়ে তাদের সাহায্য করছে।

জাতিসংঘের কর্মকর্তারা জানান, গত ডিসেম্বরে তীব্র লড়াই শুরু হওয়ার পর অন্তত এক লাখ মানুষ পালিয়ে গেছেন।
গত সপ্তাহে সিরিয়ান বাহিনী ইদলিব’র দিকে অগ্রসর হতে শুরু করে। এ থেকে বাঁচতে পালাতে হচ্ছে হাজার-হাজার মানুষকে।

এদিকে, ইদলিব প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান বন্ধে রাশিয়া ও ইরানের প্রতি আহবান জানিয়েছে তুরস্ক।

তথ্যসূত্র: বিবিসি