সিলেটে ক্বেরাত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের কৈলাশ ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে হামদ,নাতে রাসুল (সা.), ক্বেরাত প্রতিযোগীতার ২০২১ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ শুক্রবার বাদ জুমা মুখিতলা কৈলাশ সিতারা খাতুন হাফিজিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণি ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

কৈলাশ স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম সুহেব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন পলাশ এর যৌথ পরিচালনায় সিতারা খাতুন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অত্র এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ্ব আলতাব আলীর সভাপতিত্বে ও এহিয়া আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট ও পূর্বরেঙ্গা হিফজুল কোরআন দালিখ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান এম আব্দুল করিম আকবরী।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী প্রজন্মকে বর্তমান সময়ের সকল পাপ ও কুকর্মমুলক কাজ কর্ম থেকে বিরত রাখতে হলে ইসলামী দ্বিনি শিক্ষা ও কোরআনের আলো শিক্ষায় শিক্ষা দান করতে হবে। কোমলমতি শিশুদের দ্বিনী শিক্ষায় আলোকিত করতে হলে অভিবাবক ও মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা অতুলনীয়,তাদের সঠিক মত গাইড প্রদান করতে হবে।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী লক্ষণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স বাঙ্গালীর প্রথম অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশন ‘‘অন টিভি নিউজ’’ এর বাংলাদেশ প্রতিনিধি ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক গভার্নিং বডি’র সদস্য আব্দুল মুকিত ললাই, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান খালেদ, ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজের প্রফেসর হাফিজ মাও. আব্দুল মুহিত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষণাবন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ইমাম উদ্দিন কনাই, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী,লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুনু, মুক্তিযোদ্ধা কামান্ডার সন্তান সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন,হাজী ফরমুজ আলী হিফজুল কোরআন মাদ্রাসার সুপার হাফিজ কামাল আহমদ, পুর্ব ফুলাইন্দ শাহজালাল (রা.) মাদ্রাসার সুপার হাফিজ মজির উদ্দিন, রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ক্বারি তোফায়েল আহমদ জিলু, কৈলাশ সিতারা খাতুন হাফিজিয়া মাদ্রাসার সুপার রফিক আহমদ,ইসলামী কন্ঠ শিল্পী দেলোয়ার হোসেন খান বাবলু, নিশ্চিত দিঘীর পাড় লতিফিয়া মাদ্রাসার শিক্ষক ছাব্বির আহমদ, কৈলাশ ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের সহ সভাপতি ফয়ছল আহমদ,যুগ্ম সম্পাদক মিলাদ আহমদ, সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, ছাব্বির আহমদ,হোসেন আহমদ, জাহিদ আহমদ প্রমুখ।

সভা শেষে আমদ,নাতে রাসুল (সা.) ও ক্বেরাত প্রতিযোগীর পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। বিশেষ মোনাজাত করেন মুফতি মাওলানা মোকারম আলী।