৩৪ বছর ধরে নিষ্ঠার সঙ্গে রমজান পালন করছেন এই হিন্দু বৃদ্ধা

কে বলে, হিন্দু মুসলিমের মধ্যে শুধুই বিরোধের সম্পর্ক? নানা মতভেদ থাকলেও সব তিক্ততার উপরে যে মানবিক চিত্রটা কত সুন্দর হতে পারে, তা আমেদাবাদের জামালপুরের ৮৫ বছর বয়সী হিন্দু বৃদ্ধা পরিবেন লিউওয়া বুঝিয়ে দিলেন।

পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে বচসা বহু বছর ধরেই। শেষ পর্যন্ত তা পৌঁছেছে আইনের দোরগোড়ায় ৷ এই জটিল পরিস্থিকে সামাল দিতেই পরিবেন একদিন সোজা চলে গিয়েছিলেন পীরবাবার দরগাব ৷ শপথ নিয়েছিলেন যে, যদি তিনি এই আইনি জটিলতাকে কাটিয়ে উঠতে পারেন এবং তার পাশাপাশি যদি আইনতো ভাবে মামলাটিতে জয়ী হন, তাহলে তিনি রমজানের এই পবিত্রমাসে পবিত্রতার সঙ্গে রোজা পালন করবেন ৷

আর পীর বাবা যেন তাঁর এই মনের আশা পূরণ করার জন্যই অপেক্ষায় ছিলেন ৷ এক বছরের মধ্যেই পরিবেন লিউওয়া আইনি জটিলতাটি থেকে বেরিয়ে এসেছিলেন খুব সহজেই ৷ তারপরই আরও বিশ্বাস আর ভক্তি জন্মায় মুসলিম ধর্মের প্রতি তাঁর ৷ সেই যে শুরু রমজানের ব্রত পালন ,তা আজও বহাল এই হিন্দু পরিবেন লিউওয়ার জীবনে ৷ এমনকি তাঁর কন্যারাও নিষ্ঠাভরে পালন করে থাকেন রমজান ৷

তাঁর জীবনে ঘটে যাওয়া প্রচুর চড়াই উতড়াইয়ের পরও ৩৪টা বছর কেটে গিয়েছে পবিত্র রমজান পালনের মধ্য দিয়ে ৷ এখন যেন বাধ সাধছে বয়স। বিভিন্ন বার্দ্ধক্য জনিত অসুস্থতার কারণে ডাক্তার বারং বার নানা নিয়মাবলির মধ্যে থাকতে বলেছেন তাঁকে ৷

রমজান পালনও একেবারে বন্ধের নির্দেশ ডাক্তারের ৷ তবে মন যেন কিছুতেই সায় দেয় না বৃদ্ধা পরিবেনের৷ তিনি জানান যে, মুসলিমদের প্রতি তাঁর ভালোবাসা দীর্ঘদিনের। ১৯৬৯ সালের দাঙ্গার সময়, একজোট হয়ে মুসলিম প্রতিবেশীরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে চড়াও হয়ে পরিবেন লিউওয়ার পরিবারকে রক্ষা করে।

পরবর্তী সকল সমস্যাতেই তাঁর প্রতিবেশীরা তার পাশে থেকেছেন এমনকি তাঁর স্বামীর মৃত্যুর পরও তাকে এবং তাঁর মেয়েদেরকে সব সময় আগলে রেখেছেন তার মুসলিম প্রতিবেশী বন্ধুরা ৷ এর থেকে কিন্তু এটা খুবই স্পষ্ট যে, মানবিক দিকের কাছে আর সবই ফিকে হয়ে যায়।-কলকাতা