৬ তলা বিল্ডিং থেকে পড়ে দুর্ঘটনায় মৃত্যু ছাত্রীর, ভিডিও করলেন বন্ধুরা

জয়পুরে ইন্টারন্যাশনাল কলেজে ক্লাইম্বিং ট্রেনিং চলছি। কলেজের এক ছাদ থেকে আর এক ছাদে বাঁধা হয়েছিল দড়ি। হঠাৎই হাত ফস্কে সেখান থেকে পড়ে যান অদিতি সাংহি। দুর্ভাগ্যের বিষয় সেই সময় ট্রেনিং দিচ্ছিলেন অদিতির বাবা সুনীল সাংহি। জয়পুরের মাউন্টেনিয়ারিং অ্যাকাডেমির সঙ্গে যুক্ত তিনি। একাধিক জায়গায় ট্রেনিং দেন তিনি। তবে মেয়ে অদিতি তাঁর সঙ্গে কমই থাকেন।

এদিন সকালে জয়পুরের এই মহিলা কলেজে ৬ তলা বিল্ডিংয়ে চলছিল ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণ। অদিতি যখন হাত ফস্কে ৬ তলা থেকে পড়ছেন তখন ছাদে ভিড় করে ছিলেন তাঁর সহপাঠীরা। অদিতিকে বাঁচানো তো দূরের কথা মোবাইল ফোন বার করে তাঁর ছবি তুলতে থাকেন তাঁরা।

যাঁরা আগে থেকে ছবি তুলছিলেন তাঁরাও ক্যামেরা বন্ধ করে সাহায্যে এগিয়ে আসেননি বলে অভিযোগ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় থানার পুলিস অফিসার মুকেশ চৌধুরী। অদিতি আত্মহত্যা করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।