দুর্গাপুরে ৬৮টি গীর্জায় বড় দিনের প্রার্থনা

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী এলাকায় খ্রীষ্টান স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।

দুর্গাপুর উপজেলায় খ্রীষ্টান স¤প্রদায়ের প্রায় ২২হাজার লোকের বসবাস। বড়দিন উপলক্ষ্যে ৬৮ টি গীর্জায় সমবেতভাবে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, আলোকপ্রজ্জলন, কেক কাটা, ধর্মীয় সঙ্গীত ও নানা আয়োজনের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের মাধ্যমে সরকারী অনুদান হিসেবে সর্বমোট ৩৪মে.টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে।

রাণীখং ধর্মপল্লীর ফাদার পিলসন মানখিন ও আগাড়পাড়া গীর্জার পাষ্টার মাইকেল প্রদীপ বাউল জানান, এ উৎসব উপলক্ষে প্রতিটি গীর্জায় দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময় সহ আত্মীয় স্বজনের মাঝে উপহার বিনিময় করা হয়।