মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট-২০১৭

দ্বিতীয় খেলায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার ৩-০ গোলে জয়লাভ

মাগুরা প্রতিনিধি : মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট ফুটবল টুর্নামেন্টে শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা সাতক্ষিরা জেলা ফুটবল দলের বিপক্ষে ৩-০ জয়লাভ করেছে।

সাবেক জাতীয় দলের খেলোয়াড় মেহেদী হাসান উজ্জল খেলা শুরুর ১০ মিনিটে মাগুরা জেলা ফুটবল দলের পক্ষে প্রথম গোলটি করে। এর ৪ মিনিট পর মাগুরা জেলা ফুটবল দলের পক্ষে লালু ২য় গোলটি করে। এরপর উভয় দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটের সময় উজ্জলের কর্ণার কিক থেকে বদলি খেলোয়াড় নুর ইসলাম বিজয়ী দলের পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করে। খেলা শেষে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু সেরা খেলোয়াড় হিসেবে মেহেদী হাসান উজ্জলের হাতে ক্রেস্ট তুলে। রবিবার তৃতীয় খেলায় টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাব যশোর জেলা ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে।

উল্লেখ্য,টুর্নামেন্টে ঢাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোটিং ক্লাব যুব দল, বাংলাদেশ নৌবাহিনী, আছাদুজ্জামান ফুটবল একাডেমি, আলহাজ নূরুল ইসলাম ফুটবল একাডেমি, খুলনা জেলা দল, রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, ঝিনাইদহ ফুটবল একাডেমি, কুিষ্টয়া জেলা দল, সাতক্ষীরা জেলা ফুটবল দল, যশোর জেলা ক্রীড়া সংস্থা, শুভ সকাল চুয়াডাঙ্গা, টাঙ্গাইল আরিয়ান স্পোটিং ক্লাব, মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রসহ মোট ১৭ টি দল অংশ নিচ্ছে।

আগামী ৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।