বেরোবিতে মার্কেটিং বিভাগের ‘ব্যাংকিং ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মার্কেটিং বিভাগের আয়োজনে “ব্যাংকিং ক্যারিয়ার এন্ড প্র‍্যাকটিস ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হকে’র সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট ও প্রধান রিটেইল (খুচরা) ব্যবসায় কর্মকর্তা আবেদুর রহমান শিকদার।

প্রধান আলোচকের বক্তব্যে আবেদুর রহমান শিকদার শিক্ষার্থীদের কাছে বর্তমানে রিটেইল (খুচরা) ব্যাংকিং এর গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশে ব্যাংকিং-এ দক্ষ জনবল তৈরির উপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক শাহজালাল, নুরনবী ইসলাম, শিউলী আক্তার ও রাকিবুল হাফিজ খাঁন রাকিব প্রমুখ।