বাংলাদেশকে নিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। তবে বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে বাংলাদেশও। বাংলাদেশ ফুটবল সমর্থকরা বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল দলে বিভক্ত। দুদলের ম্যাচেই দেশের বিভিন্ন প্রান্তে ভক্তদের উন্মাদনা দেখা যায়।

আর্জেন্টিনার জয়ের পর বাংলাদেশে আনন্দ-উল্লাস এতটাই আলোচিত হয়েছে যে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) পর্যন্ত টুইট করে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের। এবার ধন্যবাদ জানালেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনিও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওই ধন্যবাদ। এএফএ’র ওই টুইটের কথা মনে করিয়ে দিয়ে ওই সাংবাদিক জানতে চাইলেন, এই যে আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে এমন উন্মাদনা, এএফএ পর্যন্ত টুইট করে বাংলাদেশকে ধন্যবাদ দেয়, এ নিয়ে তার মন্তব্য কী?

স্কালোনি বললেন, ‘এসব জেনে তো খুবই ভালো লাগে। আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।‌’