অবশেষে নেত্রকোণার মদনে ব্যবসায়ী বাবুল চন্দ্র হত্যাকান্ডের ২ আসামী গ্রেফতার

অবশেষে প্রায় দেড় মাসের মাথায় নেত্রকোণার মদনে ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস হত্যাকান্ডের সাথে জড়িত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাযায়, মদন উপজেলার একই বাড়ীর যতেন্দ্র দাসের দুই ছেলে নিপেন্দ্র দাস (৬০) ও সুনুকুল দাস (৫৫) কে পুলিশ গ্রেপ্তারের পর শুক্রবার (৩ ফেব্রুয়ারী) কোর্টে প্রেরণ করেন।

উল্লেখ্য, নেত্রকোণার মদন উপজেলার পৌরশহরের মদন বাজারের মুদি দোকান ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস (৪০) ২০২২ সালের ২৫ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরির আঘাতে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঐ দিন রাত আনুমানিক ১০টার কাছাকাছি সময়ে প্রতিদিনের ন্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের দ্বারা ছুরিকাঘাত হয়ে হরি মন্দিরের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে, স্থানীয় লোকজন দেখতে পেয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাবুল চন্দ্র দাস মদন পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মদন গ্রামের হিন্দু পাড়ার বাসিন্দা মৃত হেমচন্দ্র দাসের ছেলে। তিনি ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের পিতা ছিলেন। তার বড় মেয়ে ৮ম শ্রেণীতে পড়ছে।

নিহতের মা আক্ষেপ করে বলেন, আমার ছেলের মৃত্যুর পূর্বে জমি নিয়ে যতেন্দ্রে দাসের পরিবারের লোকজনের সাথে আমাদের বিরুদ্ধ চলছিলো। বিভিন্ন সময় আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিতো। আমার একমাত্র ছেলের হত্যার বিচার চাই।

নিহতের স্ত্রী চম্পা রাণী দাস কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামীর মৃত্যুর পর সকল আত্মীয় স্বজন আসলেও সুনুকুল দাসের ছেলে সাগর দাস কয়েক দিন বাড়িতে আসেনি। এই বিষয়টি যেনো প্রশাসন নজরে আনে। আমার স্বামীর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, বাবুল চন্দ্র দাসের হত্যার ঘটনা দুই জনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।