ইউক্রেনে সামরিক বিজয় পাবে না রাশিয়া: মার্ক মিলি

রাশিয়া ইউক্রেনে সামরিক বিজয় অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

বৃস্পতিবার তিনি এক বার্তায় এসব কথা বলেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, নিজেদের ভূখণ্ড থেকে রুশ সেনাদের যে কোনো সময় পিছু হটতে বাধ্য করবে কিয়েভ বাহিনী।

জেনারেল মার্ক বলেন, ‘এই যুদ্ধ সামরিকভাবে রাশিয়া জিতবে না। কোনোভাবেই না। কিয়েভে সরকারের পতনসহ রাশিয়ার মূল কৌশলগত উদ্দেশ্যগুলো সামরিকভাবে অর্জনযোগ্য নয়’।
মিলি ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের সদস্য, যা রামস্টেইন নামেও পরিচিত।

তিনি আরও বলেন, ‘ইউক্রেনে কয়েক হাজার রুশ সেনা রয়েছে। তাই কিয়েভ বাহিনীর জন্যও বিষয়টা সহজ হবে না। তার মানে লড়াই আরও রক্তাক্ত হতে চলেছে। একপর্যায়ে হয়তো দুই পক্ষই সমঝোতায় আসবে অথবা সামরিক সিদ্ধান্তে পৌঁছাবে’।

এর আগে এমন আভাস দিয়েছিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ এই মিত্র বলেছেন, ইউক্রেনে মস্কোর যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে। ভিয়েতনাম সফরের সময় মেদভেদেভকে উদ্ধৃত করে আরআইএ নিউজ এজেন্সি বলেছে, ‘এই সংঘাত খুব দীর্ঘ সময় ধরে চলবে, সম্ভবত কয়েক দশক’।