উদ্বেগজনক যশোরের করোনা পরিস্থিতি

যশোরের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। এ সংক্রমণের হার ২১ শতাংশ। সেই সঙ্গে যশোরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

তবে প্রশাসন বলছে, তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থান রয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তবে সংক্রমন বাড়লে সেটা মোকাবিলা করার মতো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

সীমান্তবর্তী জেলা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর জেলা। গত এপ্রিল মাসে যশোরে করোনা সংক্রমনের হার ছিল ২৫ শতাংশ। মে মাসে সেটা কিছুটা কমে ১৮ শতাংশে আসে। তবে চলতি সপ্তাহে এ হার কিছুটা বেড়েছে। গত দুদিন ২১ থেকে ২৪ শতাংশের মধ্যে রয়েছে।

বুধবার জেলায় নতুন করে করোনার আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন রোগী। এর মধ্যে ভারত ফেরত করোনা রোগী রয়েছেন ১৫ জন। এছাড়া ভারত ফেরত পাসপোর্ট যাত্রী প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ৩৩ জন।

সম্প্রতি আক্রান্তদের মধ্যে থেকে ১৫ জনের শরীরের করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতি নিয়ে জনমনে কিছুটা আতংক বিরাজ করছে।

জেলা প্রশাসন বলছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এ অবস্থা ধরে রাখতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন কঠোরতা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক।

এদিকে স্বাস্থ্যবিভাগ বলছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তবে সংক্রমন বাড়লে সেটা মোকাবিলা করার মতো ব্যবস্থা নেই।