এই গ্রামের ছবি তোলার ওপর জারি করা হলো নিষেধাজ্ঞা

সোশ্যাল মিডিয়া শেয়ার করা ফটোর ফলে, সুইজারল্যান্ডে একটি ছোট গ্রামে ফটো তোলা নিষিদ্ধ করা হলো। সুইজারল্যান্ডে এর বার্গেন নামের এই গ্রামের সোন্দর্যকে ক্যামেরায় বন্দী করার জন্য পর্যটকদের নিষিদ্ধ করা হলো। নিষেধাজ্ঞার পেছনের কারণ আশ্চর্যজনক।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যারা এখানে আসতে পারে না, তারা এখানের ছবি দেখে দু: খিত হতে পারেন। এখানে না আসার দুঃখে তারা হতাশ হয়ে পড়বেন। এই কারণে এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছে। ফটো নিলে জরিমানা দিতে হবে।

বার্গেনের বিভিন্ন জায়গায় এই ধরনের হোর্ডিং লাগানো হয়েছে। এখানে লেখা রয়েছে ফটোগ্রাফাররা ফটো তুলে সোশ্যাল মিডিয়া শেয়ার করে, যেটা দেখার পর অধিক সংখ্যক লোক দুঃখিত হয়ে যায়।

মেয়র পিটার নিকোল বলেছেন- ” আমরা চাই না যে এই গ্রামের সৌন্দর্যের ফটো কেউ সোশ্যাল মিডিয়া শেয়ার করুক। এর কারণে সেই সমস্ত লোকেরা হতাশ হয়ে যায় যারা এখানে আসতে পারে না। ”

এই সিদ্ধান্তে পর্যটকরা হতাশ হয়ে পড়েছে। মেয়র পিটার নিকোলা পর্যটকদের জন্য একটি ভিডিও জারি করে পর্যটকদের সহযোগিতা কামনা করেছেন।