পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুর রহমান

এমন কিছু বলবেন না, যাতে দুষ্টু লোকেরা সুযোগ নিতে পারেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
তিনি বলেন, এমন কিছু বলবেন না, যাতে দুষ্টু লোকেরা সুযোগ নিতে পারেন।

শনিবার (২০ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির এক কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের পদধারী কোনো নেতা নন। তার বক্তব্য দলের বিবৃতি হওয়ার প্রশ্নই আসে না। তবে আমি ওনাকে অনুরোধ করবো, বক্তব্যে দায়িত্বশীল হওয়ার জন্য। যাতে দুষ্টু লোকেরা সুযোগ নিতে না পারেন।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ভারত আমাদের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তারা একাত্তরে আমাদের নানা সহযোগিতা করেছে।