কর ফাঁকি, আদালতের বারান্দায় রোনালদো

তাকে শেষ অবধি আদালতে হাজিরা দিতে হলো। তিনি দুনিয়া সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার সকালে কর ফাঁকির মামলায় মাদ্রিদের একটি আদালতে হাজিরা দেন তিনি। মেসির মতো রোনালদোও প্রথম থেকে বলে আসছেন তিনি কোনও কর ফাঁকি দেননি।

এদিন সাত সকালেই আদালতে হাজির হন রিয়ালের মহাতারকা। রোনালদো তার ওপর আনিত অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছেন। কিন্তু উল্টো কথা বলছে স্পেনের আয়কর বিভাগ। তাদের মতে, ২০১১-১৪ পর্যন্ত ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন সিআর সেভেন। তাই এল এম টেনের মতো তিনিও যদি এটা অস্বীকার করেন তাহলে এরপর তাঁকে ট্রায়ালে ডাকা হবে।

আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে রোনালদোকে জরিমানাসহ ৫০ মিলিয়ন ইউরো দিতে হবে। স্পেনের আয়কর বিভাগ কর আদায়ের ব্যাপারে বেশ কড়া। শুধু মেসি-রোনালদোই নন, এরআগে ফ্যাবিও কোয়েন্ত্রাও, পেপে,অ্যাঙ্গেল ডি মারিয়া ও রিকার্ডো কার্ভালহোর মতো খেলোয়াড়দের নাম কর ফাঁকিতে জড়িয়েছিল।