কলারোয়ায় জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস পালিত

‘রক্ত দিন, জীবন বাঁচান’-শীর্ষক স্লোগানে কলারোয়ায় জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

কলারোয়ায় এই প্রথম রক্তদান ও গ্রুপ পরীক্ষার স্বেচ্ছাসেবী ৬টি সংগঠন যৌথ উদ্যোগে দিবসটি একসাথে পালন করলো।

‘স্বস্তি’, ‘নবজীবন’, ‘বেত্রাবতি সমাজকল্যান ফাউন্ডেশন’, ‘স্পন্দন’, ‘কলারোয়া ব্লাড ডোনেশন সোসাইটি’ ও ‘সেবা’র যৌথ আয়োজিত র‌্যালিটি কলারোয়ার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মদ।

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজার সভাপতিত্বে ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক বিএম ফিরোজ, প্রধান শিক্ষক আব্দুল আলিম, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মাস্টার শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, জাকির হোসেন, আসাদুজ্জামান, কলারোয়া হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান আল মামুন, হাসান প্যাথলজির সত্বধিকারী হাসান আলী, ‘স্বস্তি’র সুমন, আশিক, নাঈম হাসান শাওন, ‘নবজীবন’র কাজী সাইমুজ্জামান আদর, শেখ আতিকুজ্জামান, ‘বেত্রাবতি’র ‘স্পন্দন’র কামরুল ইসলাম সাজু, ‘ব্লাড ডেনেশন’র সাইফুজ্জামান, টুটুল, মাসুদ, মামুন, হাবিবুর রহমান রনি, মিলন, শামিম, শাহিনুর রহমান, ‘সেবা’র লক্ষ্মন চন্দ্র বিশ্বাস, মনিরুল আলম টিটু, মিজানুর রহমান মিজান, শ্রাবনী আক্তার, আল জুবায়ের সৈকত, লাবিবসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবি রক্তদাতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৩জন অসহায় দু:স্থ রোগিদের ‘সেবা’র পক্ষ থেকে মাস্টার আব্দুল ওহাব মামুন, শিক্ষার্থী অহিদুর রহমান জিকো ও সজিব স্বেচ্ছায় রক্তদান করেন।