কুমিল্লায় আরো ২৩৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় একদিনে ৯০ বিদেশগামীসহ আরও ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮.২ শতাংশ। এ সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগে দুই দিনে কুমিল্লায় করোনায় তিনজনের প্রাণহানি ঘটে।

গত ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে ৯০ জনই অভিবাসন প্রত্যাশি, ৬৩ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও দাউদকান্দি উপজেলায় ১২ জন, সদর দক্ষিণ উপজেলায় ১০ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৮ জন, সদর উপজেলায় ৭ করোনায় আক্রান্ত হন। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৭৮০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ৬৭১ জন, প্রাণ হারিয়েছেন ৯৬৩ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৫৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।