কুমিল্লায় জেলা তথ্য অফিসের ‘সড়ক প্রচার’

আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী এক দিনে এক কোটি করোনা ভ্যাকসিন প্রদান উপলক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের সড়ক প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি বাজারে এর উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়ন তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হক ও সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

বক্তব্য তথ্য অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন বলেন, আগামী শনিবার ১২ বছর ও তদুর্ধ্ব সকলেই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। কেউ যেন কোভিড ভ্যাকসিন গ্রহণ থেকে বাদ না পড়েন।

কুমিল্লা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, এরই মধ্যে জেলার চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, বরুড়া ও লাইমাই উপজেলায় সড়ক প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। পর্যায়ক্রমে জেলার সবকটি উপজেলায় এটি পরিচালিত হবে।