কুড়িগ্রামে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আলোচনাসভা অনুষ্ঠিত

বাংলাদেশ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে প্রধানমন্ত্রীর সকল উন্নয়নমূলক কর্মকান্ড দেশের সর্বস্তরের জনগনের মাঝে প্রচারের লক্ষ্যে কুড়িগ্রামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাসিব কবির পাপ্পুরাজ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আহসান হাবিব রানা, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্টা হুমায়ুন কবির পন্ডিত,জেলা আওয়ামীলীগের সদস্য মতি শিউলি,বেসরকারী শিক্ষক সমিতির মহাসচিব আশরাফুল আলম,আওয়ামীলীগ নেতা গবা পান্ডে।

সভায় দেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরতে সারাদেশের বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানান,সংগঠনের সভাপতি হাসিব কবির পপপ্পুরাজ। প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির পন্ডিত বলেন বর্তমান সরকারের সময়ে অধিকাংশ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ হয়েছে বাকিগুলোও হবে বলে আমরা আশাবাদি। সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা।