কুয়াকাটায় প্রথম দিনেই ২১ জনকে ৫৮ হাজার ৬শ‘ টাকা জরিমানা

পর্যটন কেন্দ্র কুয়াকাটা খুলে দেয়ার প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানায় ১০ পর্যটক ২০ হাজার টাকা এবং ১১ খাবার হোটেল ব্যবসায়ীকে ৩৮ হাজার ৬শ‘ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে ও চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এসময় মহিপুর থানার এসআই ইমরানসহ ট্যুরিষ্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, করোনা সংক্রমন বিস্তার রোধে প্রথমে মাইকিং করে পর্যটক ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। এরপরেও যারা স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছেন তাদের অর্থদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।