খাগড়াছড়ির মানিকছড়িতে ৮লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক-২

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে পুলিশের অভিযানে প্রায় সাড়ে ৮লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় ২জনকে আটক করা হয়েছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় মানিকছড়ির মহামুনি নামক স্থানে পুলিশ একটি সিএনজিসহ এসব শাড়ি আটক করে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনচারুল করিম জানান, শুক্রবার(২রা জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক(এসআই) আশিকুল ইসলামের নেতৃত্বে ফোর্স ১৩৭পিস শাড়ি এবং সবুজ রংয়ের রেজি. বিহীন সিএনজি চালিত ট্যা·ি জব্দ করা হয়।

তিনি আর জানান, আটক ২জন ব্যক্তি হচ্ছে-মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড় ডলু মুসলিম পাড়া এলাকার আবুল হাশেমের ছেলে মো: নাছির(২৮) ও একই এলাকার মো: জয়নাল আবেদীনের ছেলে মেসবাউদ্দিন ইমন(২১)। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।