গাইবান্ধায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে ফলজ বনজ চারা বিতরণ

গ্রামীণ ব্যাংক গাইবান্ধা সদর উপজেলা শহরের সুখনগর এলাকায় রামচন্দ্রপুর শাখার উদ্যোগে ১৬ জুলাই সোমবার পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ব্যাংকের গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার মো. আব্দুল হাদি মামুন।রামচন্দ্রপুর শাখা ব্যবস্থাপক গণেশ চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের এরিয়া ম্যানেজার খবির উদ্দিন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ।

পরে প্রধান বর্ষা মৌসুমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপকার ভোগীদের মধ্যে বিতরণ করেন।