গাইবান্ধার পলাশবাড়ীতে আজিজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব সাহিত্য কেন্দ্র স্থানীয় সংগঠক কার্যালয়ের আয়োজনে উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট কবি-সাহিত্যিক, গীতিকার, সংগঠক, অনুবাদক-জ্ঞান-তাপস, বরেণ্য শিক্ষাবিদ, বহুমুখি প্রতিভার অধিকারী অধ্যক্ষ হাসান আজিজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালনপোলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারী) সন্ধায় বিশ্বসাহিত্য কেন্দ্র পলাশবাড়ী সংগঠক কার্যালয়ের হাসান আজিজুর রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মরহুম শিক্ষাবিদ হাসান আজিজুর রহমান-এর জীবদ্দশার নানাদিকের স্মৃতিচারণ করে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব.) মো. অসিউজ্জামান সরকার, সহযোগী অধ্যাপক (অব.)আব্দুস সামাদ, বিশ্ব সাহিত্য কেন্দ্র সদস্য শিক্ষক (অব.) সাহাদুর রহমান, আলিউল ইসলাম বাদল, প্রভাষক নবীউল ইসলাম, প্রভাষক মাহমুদা বেগম, আবদুল্লাহ আদিল নান্নু, এটিএম মিজানুর রহমান সুজন ও গ্রীণ ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বাবু রামদেব সরকার প্রমুখ।

সমগ্র সভাটির সঞ্চালনায় ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র সদস্য ও এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক আই.ম. মিজানুর রহমান। শেষে মরহুম বরেণ্য ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন সহ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।