গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য দেন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল হাসান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরান আল হোসাইন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার মোঃ শাহজাদা, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন প্রমুখ।