ময়মনসিংহ ড্রাইভিং লাইসেন্স না থাকায় মটর সাইকেল আটক- জরিমানা

ময়মনসিংহে মোটর সাইকেল নিয়ম বহির্ভুত চালানোর ফলে ট্রাফিক পুলিশের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এডিশনাল এসপি (আলফা-৫) মোহাইমিনুল ইসলাম ট্রাফিক বিভাগ ময়মনসিংহের নেতৃত্বে আবুল মনসুর সড়ক ব্যাটবল মোড়ে শতাদিক মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশ।

এছাড়াও বেপরোয়া মটরসাইকেল চালানো, হেলমেট বিহীন, নাম্বার প্লেট নেই, স্যালেন্সার পাইপ কাটা, বিকট শব্দ, অপ্রাপ্ত বয়স্ক, ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ীর সঠিক কাগজপত্র নেই এসব বাইক চালকদের আটক করে জরিমানা করে ও মোটরসাইকেল আটক করে ট্রাফিক অফিসে রাখা হয়।

সেইসব মোটরসাইকেল এর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে ট্রাফিক পুলিশ সুত্রে জানাযায়। এসময় বুধবার বিকালে পার্কের মোটরসাইকেল আটক অভিযানে উপস্থিত ছিলেন টিআই আবু নাসের মোহাম্মদ জহির, মাহাবুবুর রহমান, সিনিয়র সার্জেন এস এম শওকত হোসেন ও ট্রাফিক ফোর্স।

এছাড়াও দুপুরে চরপাড়া মোড়ে ৩ নং ফাঁড়ির ইনচার্জ মারফত আলীর নেতৃত্বেও মোটরসাইকেল অভিযান করা হয়েছে।