ময়মনসিংহের গৌরীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরানারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন পশু-পাখি-সাইলেজ মিলিয়ে ৪২টি স্টল প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করা হয়। বিকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হারুন-অর-রশিদ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় মেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সমাজসেবক শফিকুল ইসলাম শফিক, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, খামারি উদ্যোক্তা মোঃ আলীম উদ্দিন ও আবুল ফজল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সোহেল রানা পাপ্পু, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, উপজেলা ভেটেরানারি সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরি রন্টিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এরপর বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তা সমাপ্ত করা হয়।