ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কলেজ ছাত্রলীগের বসন্ত বরণ উৎসব

এসো প্রাণের উৎসবে’ এই আমন্ত্রণে আজ পহেলা ফাগুন। কোকিলের কুহু ডাক আর আগুন রঙ্গা রং নিয়ে গাছে গাছে ফুটেছে পলাশ ও আমের মুকুলের আগমনে প্রকৃতিতে বয়েছে ঋতুরাজ বসন্তের বার্তা।

প্রকৃতিকে রাঙিয়ে আজ ঋতুরাজের আগমন ঘটেছে বাঙালির জীবনে। আর এই দিনটিকে বরণ করে নিতে মঙ্গলবার (১৪ ফ্রেবুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগ আয়োজন করে বসন্ত বরণ উৎসবের। কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের ফুল বিনিময়ের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্ত উৎসবে মেতে ওঠে। আর এ উৎসবে আপন মনে সেজেছে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা।

অপরদিকে উপজেলা শহরে তরুনীদের দেখা গেছে মাথায় নানা রঙের ফুল আর বাসন্তী রঙের শাড়িতে। অন্যদিকে বাসন্তী পাঞ্চাবি আর মাথায় গামছা বেঁধে দিনটি উদযাপিত করেছে তরুণরা। এসময় কলেজ ক্যাম্পাস ও দর্শনীয় এলাকা গুলো মুখরিত হয়ে উঠে আনন্দ-উৎসবে।