দুর্গাপুরে দোল পুর্ণিমা উৎসব পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় বৃহস্পতিবার সকাল থেকে ৩শত বছরের পুরোনো শ্রী শ্রী দশভূজা বাড়ী মন্দির প্রাঙ্গনে হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা পালিত হয়েছে।

দোল উৎসব উপলক্ষে সকাল থেকেই নানা বয়সের হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ মন্দিরের দোল বেদি আবির দিয়ে রাঙ্গিয়ে পুজা অর্চনা শুরু করেন সেইসাথে নিজেরাও আবির খেলায় মেতে উঠেন। দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুযায়ী এ দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকা এবং তাঁর সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। বিশ্বের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং নেপাল, উত্তর, পশ্চিম ও মধ্যভারতে হোলি নামে পরিচিত।