দুর্গাপুরে ফুটন্ত পানি ছুঁড়ে গৃহবধুর গাঁ ঝলসে দিলো জৈঠাস

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিরিশিরি এলাকায় পারিবারিক কলহের জের ধরে ফটুন্ত গরমপানি ছুঁড়ে গৃহবধু জেসমিন আক্তার (৩২) এর গাঁ ঝলসে দেয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, মঙ্গলবার দুপুরে সাংসারিক অন্যান্য কাজ করার সময় জেসমিন পাকের ঘরে থাকা আলু আনতে গেলে এ সময় তাঁর জৈঠাস মীর্জা সুফিয়া খাতুন (৩৮) জেসমিনকে লক্ষ করে চুলায় থাকা ফুটন্ত গরম পানি ছুঁড়লে শরীরের পিছনের অনেকটাই ঝলসে যায়। জেসমিনের ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জেসমিনের বাবা মোঃ জামাল উদ্দিন বলেন, পারিবারিক কোন্দলে আমার মেয়ের উপর প্রায়ই নির্যাতন চালানো হয়। জেসমিনের শশুর সাবেক উপজেলা শিক্ষা অফিসার মীর্র্জা আবুল উদ্দিন (৭২) বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ, টাকা দেয়ার কারনে আমার ছোট ছেলে মীর্জা আহসান আমার উপর প্রায়ই মানুষিক ও শারীরিক নির্যাতন চালায়। জেসমিনের শাশুরী অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ ঘটনা নতুন নয়, পারিবারিক ভাবে আমরা খুবই অশান্তিতে আছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।