নওগাঁর পত্নীতলায় আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে পিএম টিম-সন্তোষ প্রকাশ

নওগাঁর পত্নীতলায় আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএম) একদল   কর্মকর্তা।

পত্নীতলায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২প্রকল্পের অধীনে ১ম ও ২য় পর্যায় র্নিমিত ও র্নিমানাধীন ঘর সমূহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগন।

শনিবার (১০ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা প্রকল্পের সহকারী পরিচালক বদরুল আলমের নেতৃত্বে একটি কারিগরী টিম উপজেলার বাদপুইয়া ও চান্দইলে মোট ২৭ টি ঘর পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে ঘরগুলোর ভেতর ও বাহিরে ভাল করে দেখেন এবং ঘরে বসবাসরত উপকারভোগীদের সাথে কথা বলে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।

পরিদর্শনকালে সহকারী পরিচালকের সঙ্গীয় পরিদর্শক হিসাবে উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল তানিম ও মো: আরিফুল ইসলাম সাথে ছিলেন।

এছাড়া নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান, উপজেলা প্রৌকশলী সৈকত দাস ও গণমাধ্যম কমর্ীসহ এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন।পত্নীতলায় উপজেলাধীন ৮ টি ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২প্রকল্পের অধীনে ১ম পর্যায়ে ১১৪টি ও ২য় পর্যায়ে ১১৭ টি ঘর নির্মাণ হয়েছে।