‘নির্বাচনী এলাকায় সরকারি গাড়ি কিংবা প্রটোকল না’

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘সরকারের মন্ত্রী ও এমপি যারা প্রার্থী হবেন অর্থ্যাৎ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে নিজ নির্বাচনী এলাকায় সরকারি কোনো গাড়ি কিংবা প্রটোকল ব্যবহার করতে পারবেন না। তবে নির্বাচনী এলাকার বাইরে সরকারি কাজে এর সুযোগ নিতে পারবেন।’

শনিবার বিকেলে চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন মিলনায়তনে নির্বাচন বিষয়ক কর্মশালার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘৩০ ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। আশা করছি সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হবে।’

তিনি বলেন, ১৮ নভেম্বরের মধ্যে সকল প্রার্থীকে নিজ নিজ পোস্টার-ব্যানার সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সম্ভাব্য প্রার্থী যদি নিজ দায়িত্বে পোস্টার-ব্যানার না সরান, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কমিশন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানসহ চট্টগ্রামের নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।