নেত্রকোনার মদনে গভীর নলকূপ বসানোর সময় আহত-২

নেত্রকোনার মদন উপজেলার বয়রাহালা ব্রীজ সংলগ্ন মসজিদে নলকূপ স্থাপনের সময় ২জন গুরুতর আহত হয়েছে।

জানাযায়, শনিবার (১ এপ্রিল) বিকালে বয়রাহালা ব্রীজ সংলগ্ন মসজিদে মদন উপজেলা জন স্বাস্থ্য বিভাগের অধিনে মেসার্স সৌরভ ইসলাম টিকাদারী প্রতিষ্ঠান গভীর নলকূপ বসানোর কাজ করছিলো।

অসাবধানতার কারণে পা পিছলে উপর থেকে পড়ে রাশেদ মিয়া (২৮) নামের এক মিস্ত্ররী বাম পা ভেঙ্গে যায়। এসময় লোহার পাইপ ছিটকে গিয়ে পথচারী মাদ্রাসা ছাত্র রুমানের (১২) উপর পড়লে সে অজ্ঞান হয়ে পরে ও তার মুখ দিয়া রক্ত করণ শুরু হয়।

এমতাবস্থায় স্থানীয়রা দুজনকেই মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত রুমান উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের হতদরিদ্র রুহুল আমীনের ছেলে। অন্য দিকে আহত রাশেদ নোয়াখালী জেলার চরজব্বর থানার চন্দ্রীগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

এ বিষয়ে মেসার্স সৌরভ ইসলাম এন্টার প্রাইজের প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন জানান, ইউপি চেয়ারম্যান শাফায়াৎ উল্লাহ রয়েলের মাধ্যমে এ বিষয়ে অবগত হয়েছি। জন স্বাস্থ্য কর্মকর্তাকে রোগীর খুঁজ খবর নিয়ে চিকিৎসার বিষয়ে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছি।