নোয়াখালীর চাটখিলে বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান; পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড

নোয়াখালীর চাটখিলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

রবিবার ( ২৩ জুলাই) চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিজেন্ট রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ, মনির ডেন্টাল ক্লিনিককে ২০ হাজার টাকা এবং আল বারাকা হাসপাতালকে ২০ হাজার টাকা, মেডিকেল প্রাক্টিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এ, দি কম্পিউটার ড্রাইগোনষ্টিক সেন্টারকে (সিডিসি) ৫ হাজার টাকা এবং এহসানিয়া হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়াও এহসানিয়া হাসপাতালে রেডিওলজিস্ট ছাড়া এক্সরে করায় এক্সরে রুম কে সিলগালা করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন চাটখিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার শহিদুল আলম নয়ন ও চাটখিল থানা পুলিশ।