পাবনার আটঘরিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা ও সেমিনার

পাবনার আটঘরিয়া উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) আটঘরিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু।
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় মাসিকসভায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলার লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, আটঘরিয়া থানার ওসি (তদন্ত) নয়ন কুমান সরকার, আতাইকুলা থানার এসআই সেলিম হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মাহবুবুর রহমান। সভায় বক্তারা বলেন, আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সড়ক পথে নিরাপত্তা জোড়দার করা, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
সেমিনার
আটঘরিয়া উপজেলার প্রশাসনের আয়োজনে ২৫ এপ্রিল সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক ‘সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু।
উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত ভোক্তার অধিকার সংরক্ষণ ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, আটঘরিয়া থানার ওসি (তদন্ত) নয়ন কুমান সরকার, আতাইকুলা থানার এসআই সেলিম হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।