পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় রূপপুর প্রকল্পের নির্মাণ শ্রমিক নিহত

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-লালনশাহ সেতুর দিয়াড় বাঘইল মুজিবর সরদারের রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নান্টু বিশ্বাস (৪২) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রোসেম কোম্পানীর একজন শ্রমিক এবং উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, নান্টু বিশ্বাস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল রূপপুর প্রকল্পে যাচ্ছিলেন। পথে রূপপুর মোড় থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রূপপুর অঞ্চলে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের দুর্ঘটনারোধে কোনো উদ্যোগ নেই। যার জন্য বারবার তাজা প্রাণ ঝরছে।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ আশীষ স্যানাল বলেন, ঘাতক ট্রাকটিকে এখনো শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ তার পরিবার নিয়ে গেছে। ট্রাক এবং চালককে আটকের চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।