পাবনার চাটমোহরে বেশি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

পাবনার চাটমোহর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ৫জন সার বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. সৈকত ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএ মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

জানা যায়, আগমনী বার্তার সাথে সারের মজুদ পরিস্থিতির অসঙ্গতি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও ক্যাশ মেমো সংরক্ষণ না করায় চাটমোহরের নতুন বাজার এবং মির্জাপুর বাজার এলাকায় ৩জন বিসিআইসি  ২জন বিএডিসি সার ডিলারকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে, চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মো. সৈকত ইসলাম বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত করা হয়।