পাবনার সুজানগরে ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক

পাবনার সুজানগরে শাপলা খাতুন ওরফে লক্ষী নামের এক মহিলা মাদক ব্যাবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সুজানগর থানার একটি অভিযানিক দল সুজানগর থানাধীন বিলক্ষেতুপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন।

জানাযায়, পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সির নির্দেশনায় সুজানগর থানাসহ জেলার সকল থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে নির্দেশনা দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে একটি দল শাপলা খাতুন ওরফে লক্ষীর (২৭) নিজ ঘর থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। সে সময় বিলক্ষেতুপাড়া গ্রামের মোঃ হাসেম শেখের স্ত্রী মোছা শাপলা খাতুন ওরফে লক্ষীকে আটক করে পুলিশ।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামী লক্ষী বেশ কিছুদিন যাবত মাদকের ব্যবসা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩ টায় তার নিজ বাস ভবনে অভিযান চালাই। সে সময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আসামী শাপলা খাতুন ওরফে লক্ষীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল হান্নান আরও বলেন, মাদক, সন্ত্রাস, জুয়া খেলার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।