ফ্রান্সের সিন নদীতে আটকা পড়েছে তিমি

ফ্রান্সের সিন নদীতে আটকে পড়া একটি বেলুগা তিমিকে উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। অপুষ্টিতে ভোগা তিমিটিকে বাঁচাতে সেটিকে ভিটামিন খাওয়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পর্যাপ্ত পুষ্টি পেলে তিমিটি হারানো শক্তি ফিরে পেয়ে আবার সমুদ্রে ফিরে যেতে সমর্থ হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২ আগস্ট) প্যারিস থেকে ৭০ কিলোমিটার দূরে সিন নদীতে তিমিটিকে প্রথম দেখা যায়। সাঁতরে বেরিয়ে যেতে এটিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হলেও, সেটি এখনও নদীতেই আটকা পড়ে আছে।

উদ্ধারকারীরা তিমিটিকে প্রথমে হিমায়িত হেরিং ও টাটকা ট্রাউট মাছ খেতে দিলেও সেটি তা খায়নি বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

কর্তৃপক্ষ আশা করছে, তিমিটিকে ইঞ্জেকশনের মাধ্যমে ভিটামিন দেয়া হলে সেটির ক্ষুধা উদ্রেক হবে এবং তিমিটি ১৬০ কিলোমিটার সাঁতরে ইংলিশ চ্যানেলে ফিরে যেতে পারবে। সেখান থেকে সেটি উত্তর মেরুতে নিজের বাসস্থানে ফিরে যাবে।

তিমিটিকে বাঁচাতে আরেকটি উপায় হতে পারে সেটিকে নদী থেকে বের করে নেয়া। তবে সেরকম বিপজ্জনক যাত্রার জন্য তিমিটির যথেষ্ট শক্তি থাকতে হবে।

সাধারণত বেলুগা তিমি খাবারের খোঁজে শরৎকালে উত্তর মেরু থেকে কিছুটা দক্ষিণে চলে যায়। তবে নিজের প্রাকৃতিক বাসস্থান থেকে তিমিটি এতদূরে কীভাবে চলে এলো তা একটি রহস্য।

এর আগে মে’তে নরম্যান্ডির সিন নদীতে একটি কিলার হোয়েল বা অর্কা তিমির মরদেহ পাওয়া যায়।