বাংলাদেশের সম্ভাব্য একাদশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেনিংটন ওভালে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার টুর্নামেন্টে টিকে থাকার জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। তাই আগের ম্যাচের ভুল শুধরে পূর্ণাঙ্গ শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ৮ ব্যাটসম্যান খেলানোয় একাদশ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তাই আজ ব্যাটসম্যানের সংখ্যা ৭ জন হচ্ছে এটা নিশ্চিত বলা যায়। এক্ষেত্রে আগের ম্যাচে তিন নম্বরে নামা ইমরুল কায়েসকে একাদশের বাইরে থাকতে হতে পারে। তার জায়গায় দলে প্রবেশ করতে পারেন মেহেদি হাসান মিরাজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তার অন্তর্ভুক্তির পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও শেষ দিকে কার্যকরী তিনি। আবার চার খেলানোর পরিকল্পনা থাকলে ইমরুলের জায়গায় দলে ঢুকতে পারেন তাসকিন আহমেদ। এই একটি জায়গাই পরিবর্ত ছাড়া গত ম্যাচের বাকি ১০ জনই আজকের ম্যাচের একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. সাকিব আল হাসান
৭. মোসাদ্দেক হোসেন সৈকত
৮. মেহেদী হাসান মিরাজ/তাসকিন আহমেদ
৯. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)
১০. রুবেল হোসেন
১১. মুস্তাফিজুর রহমান।