বিএনপি শুধু নামেই জাতীয়তাবাদী দল : জয়

বিএনপি শুধু নামেই জাতীয়তাবাদী দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বলেছেন, ‘তারা (বিএনপি) জঙ্গি ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন। নামের আগে জাতীয়তাবাদী দিলে জাতীয়তাবাদী হওয়া যায় না। কাজ দিয়ে দেখাতে হয়। আওয়ামী লীগ কাজ দিয়ে দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারাই দেশপ্রমিক।’

রবিবার বিকালে সাভারে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন সজীব ওয়াজেদ জয়। দেশের নানা খাতে তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন তিনি।

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সারা বিশ্বের কাছে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল উল্লেখ করে জয় বলেন, ‘বিএনপির আমলে সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আমরা হয়ে গেছিলাম জঙ্গি দেশ। অথচ আজ বাংলাদেশ ডেভেলপমেন্টের উদাহরণ। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ দেশকে ডিজিটাল বানিয়েছে। আমরা বিদেশ থেকে বিশ্বব্যাংকের মাধ্যমে কনসালটেন্সি এনে ডিজিটাল বাংলাদেশ গড়েনি। আমরা নিজেদের মেধায় এবং উদ্যোগে আজকে ডিজিটালে চলে এসেছি। আর এটা আমরা সম্পূর্ণ নিজেরা করেছি।

‘বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত আইটি এক্সপার্ট হিসেবে অনন্য দেশকে সহযোগিতা করছে। ভুটানকে আমরা সহযোগিতা করছি। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ এই পর্যায়ে থাকতো না।’

জয় আরও বলেন, দেশের প্রতি স্বপ্নের অভাব নেই। বাংলাদেশেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। উন্নয়নশীল , সবাই ধনী , সম্পূর্ণ ডিজিটাল দেখি…। দশ বছর আগে আমরা কোথায় ছিলাম। একটি মানুষও যাতে পিছিয়ে না থাকে এই স্বপ্নটাই হচ্ছে আমাদের ওয়াদা আপনাদের প্রতি এবং দেশের মানুষের প্রতি।

২০০৮ সালে জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়। এরপর থেকে দেশের ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। অর্থনৈতিক ও নানা সামাজিক বৈশ্বিক সূচকে বাংলাদেশ এগিয়েছে। বাংলাদেশকে রোল মডেল মানছে বিশ্বের অনেক দেশ। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষা করতে আবারো সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান জয়।

বলেন, ‘আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে দেশের মানুষের জন্য পরিশ্রম করতে থাকব। আপনারাই দেশের ভবিষ্যত। আর পেছনে ফিরে তাকাবেন না। নৌকা যতদিন থাকবে, বাংলাদেশ দ্রুত এগুতে থাকবে। আপনাদের কাছে ওয়াদা করছি নৌকায় ভোট দিলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাই আসুন দেশকে এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট দেই।’

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ ক্যাটাগরিতে ৩০টি সংগঠনকে পুরস্কৃত করা হয়।