বিনা টিকিটে রেল ভ্রমণ : ভাড়া ও জরিমানা আদায় ৩ লাখ ৭১ হাজার টাকা

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১ হাজার ৮১৪ জন ট্রেন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করে করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। এতে একদিনে ৩ লাখ ৭১ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় করেছে ভ্রাম্যমাণ টিকিট চেকিং দল।

পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আটটি স্পেশাল টিম গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করেন।

শুক্রবার (৭ জানুয়ারি) পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন ট্রেনে গুরুত্বপূর্ণ স্টেশনে অভিযান চালানো হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের নেতৃত্বে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, (ডিআরএম) শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় প্রকৌশলী (১) বীরবল মÐল, পাকশী বিভাগীয় প্রকৌশলী (২) আব্দুর রহিম, পাকশী বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পাকশী বিভাগীয় যান্ত্রীয় প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী রাজীব বিল্লাহ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক, পরীক্ষক, রেলওয়ে কর্মচারী অভিযান পরিচালনা করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে অসীম কুমার তালুকদার ৪ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি যাত্রীসেবার মানোন্নয়নে সব দপ্তরের কর্মকর্তার অংশগ্রহণের মাধ্যমে বিশেষ টিকিট চেকিংয়ের ওপর জোর দিয়েছেন।

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ হাজার ৮১৪ জন যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা, জরিমানা ১ লাখ ২৭ হাজার মোট ৩ লাখ ৭১ হাজার ৫৫০ টাকা রাজস্ব আয় করা হয়েছে।

ডিসিও নাসির উদ্দিন আরও জানান, করোনা ভাইরাসের ওমিক্রণ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনা মোতাবেক ট্রেন ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি আরও কঠোর করার কথা রেলওয়ের বরাতে জানানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই রেল কর্মকর্তা।