মদনে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার ( ৮ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। মদন উপজেলা প্রশাসন বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে অনুষ্ঠানে সূচনা করেন।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের পরিচালনায়, ভার প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমানের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গমাতা জীবনী নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান।

এ সময় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক কাছু, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ,প্রাণী সম্পদ কর্মকর্তা ড়াঃ অমিত সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ড়াঃ নুরুলহুদা খান,সাব- অফিসার,আক্রামূল ইসলাম,মহিলা কলেজের প্রভাষক, সানোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসি,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও গণমাধ্যম কর্মীগণ। আলোচনা শেষে ৯ জন অসহায় গরীব মহিলাকে সেলাই মেশিন দেয়া হয়।