ময়মনসিংহের গৌরীপুরে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে আয়োজন করা হয়েছে মৌসুমি ফল উৎসবের।

সোমবার (২৬ জুন) সকালে গৌরীপুর পৌর শহরের উত্তরবাজারস্থ সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেন স্কুলে আম, জাম, কাঁঠাল, করমচা, ডালিমসহ রসেভরা দেশি বাহারি এ ফল উৎসবের আয়োজন করা হয়।

ফল উৎসবের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি।

উদ্বোধনী বক্তব্যে পপি বলেন, এই দেশি ফল উৎসবে আমাদের নতুন প্রজন্ম ফলের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে জানতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, মৌসুমি ফলের সময়ে সবারই ফল খাওয়া উচিত। বিদ্যালয়ের এমন ফল উৎসব শিক্ষার্থীদের দেশি ফল খেতে উৎসাহিত করবে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আন নুরজাহান আনফা বলেন, এই ফল উৎসবে আমাদের দেশি অনেক ফলের সঙ্গে পরিচয় হয়েছে। যে ফলগুলো সচরাচর দেখতে পাওয়া যায়না।
বিদ্যালয়ের পরিচালক গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল কাদির বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশি ফলের সঙ্গে পরিচিতি লাভ করানোর জন্যই মৌসুমি ফলের এই উৎসবের আয়োজন করেছি।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।