মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে তৃতীয় বারের মত গিনেস বুকে নাম লেখালেন হালিম

মাগুরা প্রতিনিধি : নাম তার আব্দুল হালিম। মাগুরা শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে এক সাধারণ পবিবারে জন্ম নেওয়া এই আবদুল হালিম আজ বিশ্ব সেরা ফুটবল জাদুকর হিসাবে পরিচিত। ইতিমধ্যে মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে তৃতীয়বারের মত গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (১০ আগস্ট) গিনেস বুক কর্তৃপক্ষ তাকে এ স্বীকৃতি দেন। এর আগে ২০১১ সালের ২২ অক্টোবর ফুটবল মাথায় নিয়ে ১৫দশমিক ২ কিলোমিটার হেটে তিনি প্রথম গিনিস ওয়াল্ড রেকর্ড বুকে নাম লেখান। পরে ২০১৫ সালের ২২ নভেম্বর ফুটবল মাথায় নিয়ে ২৭দশমিক৬৬ সেকেন্ডে রোলার স্কেটিং এ ১শ মিটার পথ অতিক্রম করে দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

সবশেষ গত ৮ জুন দুপুর ১১টা ৫৩ মিনিটে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বল মাথায় নিয়ে সাইকেল চালানো শুরু করেন আব্দুল হালিম। টানা ১৩.৭৪ কিলোমিটার অতিক্রম করে দুপুর ১টা ১২ মিনিট পর্যন্ত বল মাথায় রাখেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে পুরো ভিডিও, স্থিরচিত্রসহ অন্যান্য প্রমাণাদি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে জমা দেন তিনি। আর সেসব বিচার-বিশ্লেষণ করে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় আবদুল হালিমকে নতুন রেকর্ডের স্বীকৃতি দেয় গিনেস বুক কর্তৃপক্ষ।

এ ব্যাপারে হালিম বলেন, ‘ আমি চেয়েছি এটি করতে এবং তার জন্য কঠোর সাধনা করেছি। আজ স্বীকৃতি পেয়েছি। দেশের জন্যে নতুন রেকর্ড করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার হাত থেকে বাংলাদেশের সুনাম বিশ্বময় ছড়িয়ে পড়ছে এটাই আমার আনন্দ। আবদুল হালিম মাগুরা জেলার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সানাউল্লাহ পাটোয়ারীর বড় ছেলে।