মেসিকে দেখে নেওয়ার হুমকি মেক্সিকান বক্সারের
মেক্সিকোর বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার কানেলো আলভারেজ হুমকি দিয়েছেন লিওনেল মেসিকে। মেসির বিরুদ্ধে মেক্সিকোর জার্সিকে অপমান করার অভিযোগ তুলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা গেছে মেক্সিকোর বিপক্ষে জয়ের পর ড্রেসিংরুমে আনন্দ উল্লাস করছেন মেসিরা। তখন অসাবধানতাবশত মেক্সিকোর জার্সিতে পা লাগে মেসির। এ নিয়ে মেক্সিকান বক্সার আলভারেজ টুইট করেন, ‘আপনারা কী দেখেছেন, মেসি রুমের ফ্লোর পরিষ্কার করছে আমাদের জার্সি এবং পতাকা দিয়ে? সে কীভাবে আমার দেশকে অসম্মান করলো? ঈশ্বরের দোহাই, সে যেন আমার সামনে না পড়ে!’
আলভারেজের টুইটের জবাব দিয়েছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার সাবেক এই তারকা বলেন, ‘মিস্টার কানেলো। অজুহাত খুঁজবেন না। আপনি নিশ্চয়ই ফুটবল সম্পর্কে জানেন না। আপনি জানেন না ড্রেসিংরুমে কী ঘটে। ম্যাচের পর ঘামের কারণে জার্সিগুলো ফ্লোরেই পড়ে থাকে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, দেখবেন মেসি বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লাগিয়েছে।’মেসির পাশে দাঁড়িয়েছেন সেস ফেব্রেগাসও।
আর্জেন্টাইন তারকার সাবেক ক্লাব সতীর্থ আলভারেজের উদ্দেশ্যে বলেন, ‘আপনি কি লকার রুমের কালচার জানেন? আপনি জানেন ম্যাচের পর কী হয়? সব জার্সি এমনকি আমরা যেগুলো পরে থাকি সেগুলোও ফ্লোরে পড়ে থাকে। এরপর সব একসঙ্গে ধোয়া হয়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন