মেসির কোনো সমস্যা নেই : কোচ লিওনেল
দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে টানা ৩৬ ম্যাচে অপরাজেয় থাকা আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজয়ের স্বাদ পায়।
ফলে বিশ্বকাপের মঞ্চে শুরুতেই বড় ধাক্কা খায় লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। এখান থেকেও তো ফিরে আসার সুযোগ থাকছে কোচ লিওনেল স্কালোনির দলের। বাকি দুই ম্যাচে জিতে পরের রাউন্ডে যাওয়ার পথ খোলা রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। তবে এজন্য তো খেলোয়াড়দের শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকাও বেশ জরুরি।
তাই তো সৌদি আরবের কাছে হারের পরদিনই অনুশীলনে নেমে পড়েন আর্জেন্টাইন ফুটবলাররা। কিন্তু দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মেসি। তখন থেকেই সমর্থকদের মনে একটাই প্রশ্ন- তাহলে কি ফিট নয়!
বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হওয়ায় গুঞ্জনটা বেশ জোরালো হচ্ছিল। তবে কোচ স্কালোনি সাফ জানিয়ে দিলেন, মেসির কোনো সমস্যা নেই। এমনকি আর্জেন্টাইন অধিনায়ক শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থ আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন