মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

নাইজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোলে শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা। ১৪তম মিনিটে গোলটি করলেন মেসি। ম্যাচে এখন প্রথমার্ধের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

আজ একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুর একাদশে রাখা হয়নি সার্জিও আগুয়েরোকে। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র গোলটি করেছিলেন সার্জিও আগুয়েরো। আজ গোলরক্ষক উইলি কাবালেরোকে বসিয়ে জর্জ সাম্পাওলি মাঠে নামিয়েছেন ফ্রাঙ্কো আরমানিকে। আন্তর্জাতিক ফুটবলে আজ অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন এই গোলরক্ষক। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে রয়েছেন গঞ্জালো হিগুয়েইন ও অ্যাঞ্জেল ডি মারিয়া। একাদশে যে পাঁচজন নতুন ঢুকেছেন তারা হলেন আরমানি, রোজো, ডি মারিয়া, হিগুয়েইন ও বানেগা।

আর্জেন্টিনার আজ ‘বাঁচা-মরার’ লড়াই। সামনে অনেক হিসাব নিকাশ। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আজ নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে জিততেই হবে। আবার শুধু জিতলেই হবে না। এখানে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের মধ্যকার ম্যাচটির ফলাফলও এখানে গুরুত্বপূর্ণ।

সেইন্ট পিটার্সবার্গে আজ বাংলাদেশ সময় রাত বারোটায় নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। একই সময়ে রোস্তভ-অন-ডনে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনা যদি নাইজেরিয়াকে হারাতে পারে আর এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড হারে অথবা ড্র করে তাহলেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে। আর আর্জেন্টিনাকে যদি নাইজেরিয়া হারাতে পারে তাহলে অন্য কোনো হিসাব ছাড়াই নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।

আর্জেন্টিনা যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে তাহলে প্রতিপক্ষ হিসাবে তারা ফ্রান্সকে পাবে। কারণ, ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফ্রান্স। এই গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ডেনমার্ক।

আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় রাউন্ডে যদি তারা উঠতে পারে তাহলে গ্রুপ রানার আপই হবে। ‘ডি’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়া ইতোমধ্যে দুইটি জয় নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।

আর্জেন্টিনা একাদশ: আরমানি; মের্কাদো, ওতামেন্দি, রোজা তাগলিয়াফিসো; পেরেজ, মাশ্চেরানো, বানেগা; ডি মারিয়া, মেসি, হিগুয়েইন।

নাইজেরিয়া একাদশ: উজোহো; ওমেরুও, বালোগুন, একং; মোজেস, এতেবো, নিদিদি, মাইকেল, ইদোউ; মুসা, ইহিয়ানাচো।