মেহেরপুর সীমান্তে ৩৮ হাজার ইউএস ডলারসহ যুবক আটক

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে ৩৮ হাজার ইউএস ডলার, বাংলাদেশী ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ রুবেল হোসেন নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক রুবেল মেহেরপুর সদর উপজেলার খালপাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে বুড়িপোতা সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার মোঃ তৌহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবি তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগের মধ্যে ৩৮ হাজার ইউএস ডলার ও বাংলাদেশী ১৭ লাখ টাকা পাওয়া যায়।

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ন অধিনায়ক শাহ মো: ইসতিয়াক পিএসসি জানান- মেহেরপুরের বুড়িপোতা সীমান্তর খালপাড়া দিয়ে ইউএস ডলার পাচার হবে এমন খবরের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ দল সেখানে অবস্থান নেয়।

এসময় এক যুবক মোটর সাইকেলে একটি ব্যাগসহ সীমান্ত অতিক্রমকালে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এসময় সে পালাবার চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৮হাজার ইউএস ডলার ও বাংলাদেশী ১৭ লাখ টাকা পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়ের করে আসামীকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর এবং ইউএস ডলার ও বাংলাদেশী নগদ টাকা মেহেরপুর ট্রেজারীতে জমা করা হয়েছে।