যে কারণে মুখ ঢেকে ছবি তুললেন জার্মানির ফুটবলাররা
জাপানের বিপক্ষে ম্যাচের আগে আনুষ্ঠানিক ফটোসেশনে মুখ ঢেকে ছবি তোলেন জার্মানির ফুটবলাররা। বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেন এভাবে ছবি তুললেন মুলার-নয়্যাররা?
কাতারে সমকামিতা নিষিদ্ধ। বিশ্বকাপের আগে এ নিয়ে ইউরোপের বেশ কয়েকটি এলজিবিটি সংস্থা প্রতিবাদ জানিয়েছিল। জার্মানিসহ ইউরোপের সাতটি দেশ এলজিবিটি সংস্থাগুলোর সঙ্গে একাত্মতাও প্রকাশ করেছে। সমকামিতা নিষিদ্ধ করার প্রতিবাদে ‘ওয়ান লাভ’ নামের বিশেষ একটি আর্মব্যান্ড পরে খেলতে চেয়েছিল ইউরোপের দলগুলো। কিন্তু এটিতে অনুমতি দেয়নি ফিফা।
বরং এই আর্মব্যান্ড পরলে নিষিদ্ধ হওয়ার হুমকি দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
ধারণা করা হচ্ছে, সেই আর্মব্যান্ড পরতে না পারার কারণেই মুখ ঢেকে ছবি তুলে অভিনব প্রতিবাদ করেছে জার্মানরা।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এক বিবৃতিতে দিয়েছে এর ব্যাখ্যা। যেখানে উল্লেখ করা হয়েছে, ‘মানবাধিকারের বিষয় আলোচনাযোগ্য নয়। এ কারণেই আমাদের কাছে এই বার্তা এত গুরুত্বপূর্ণ। আর্মব্যান্ড পরতে না দেওয়া, আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার সমান। আমরা আমাদের অবস্থানে অটল।’
ম্যাচ শেষে জার্মানির মানসিক অবস্থা অত্যন্ত করুণ। কারণ জাপানের কাছে ২-১ গোলে হেরে গেছে সাবেক চারবারের চ্যাম্পিয়নরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন