যে কারণে রুবেলকে আইসিসির তিরস্কার!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে চোখের আড়ালে চলে গেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই। কিন্তু আইসিসির নজর এড়ায়নি কোনো কিছুই। আচরণবিধি লঙ্ঘন করায় বাংলাদেশি পেসার রুবেল হোসেনকে জরিমানা করেছে আইসিসি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ১৮ রানে জয় পেলেও অসংলগ্ন আচরণের জন্য এই পেসারকে জরিমানা করা হয়।

ম্যাচের দ্বিতীয় ইনিংসের ২৮তম ওভারে শিম্রন হেটমায়ারের ব্যাট থেকে একটি বাউন্ডারি আসলে রুবেল ক্ষিপ্ত হয়ে বাজে শব্দ ব্যবহার করেন, যা স্টাম্প মাইকে ধরা পড়ে।

ম্যাচ শেষে রুবেল তাঁর ভুল স্বীকার করেন। আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রডের প্রস্তাবিত জরিমানা গুণতে রাজি হওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

শুধু জরিমানাই নয়, তাঁর নামের পাশে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্ট। উল্লেখ্য, গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল রুবেলের ঝুলিতে।